তুই ঘুমোতে পারিস যেমন খুশি
এ কাত নয়তো সে কাত,
নিজ খেয়ালে ঘুরে বেড়াস
ঊষা উঠোন বা পূর্ণিমা ছাদ।
তোর ভালোতেই মন ভরে যায়
ভাবিস আপন কিংবা পর,
এমন তো নয় আমার হবি
আমি নই তেমন স্বার্থপর।
তোর চপল জীবন সুখে কাটুক
চটুল কিংবা উষ্ণ শ্বাসে,
বর্ষা বাদল মাথায় নিয়েই
থাকতে চাই যে তোর কাছে।
সব কবিতা তোর মন কাড়ে না
কোন মনে তোর মন জমা?
যার মন তোর ভালো লাগে
করিস তার মনের তর্জমা।
আমি আড়মনেতে আছি বসে
তোর কিরণে ভিজবো বলে,
তুইও কি অপেক্ষায় আছিস
আমি তোকে ডাকবো বলে?