তুমি দেয়াল ঘড়িটার ঘন্টার কাঁটা হয়ে
আমার পরিধিতেই থেকো,
আমি চঞ্চল সেকেন্ডের কাঁটা হয়ে
ছুঁবো তোমায় বারেবার;
তুমি হয়ে থেকো
বুকসেলফের বিবিধ বিষয়াবলীর বই
আমি সময় সময় পড়ে নেব
তোমার মনস্তত্ত্ব, চাহিদাশাস্ত্র, অনুভূতি-তত্ত্ব,
অভিমানের রহস্য, ইচ্ছাপূরণের সহজপাঠ
প্রেম প্রকৌশল কিংবা মন হরণের বিদ্যা;
আমি তোমার সব পৃষ্ঠা যতনে পড়বো
তোমায় মুখস্থ করার অভিপ্রায়ে।
আমি আমার সব আবেগ
সব ভালোবাসা, সব প্রেম, সব আকুতি
খুব করে কচলে লোকমা তুলে দেব তোমায়।
আমি হবো তোমার নিত্য চায়ের কাপ
তুমি চুমুক দিও আমার তামাম সত্তায়
আমার উৎফুল্ল ধোঁয়াগুলো
আদুরে ফুঁয়ে তাড়িয়ে।
তুমি বারান্দার টবে
ছোট্ট সবুজ হয়ে থেকো
মায়া সেচ দেব আমি যতনে
নেশাতুর তাকিয়ে থাকবো সবুজে রোজ
জীবন-জ্যোতি বাড়ানোর তাগিদে।
বারোমাসী পঞ্জিকা হয়ে থেকো তুমি
যেখানে তারিখগুলো ভিন্ন
কিন্ত দুজনে থেকে যাব অভিন্ন সুখে, অ-সুখে,
তোমার দুঃসময়ে থাকবে তুমি
আমার কপালের ভাঁজ হয়ে।
তুমি পুরনো হও আমার চোখের বাড়িতে
আনকোরা উপমা হয়ে।