কেমনে তুমি পার
নিজ জীবনের হিসাব মেলাও
আমায় বিয়োগ করে,
কেমনে তুমি পার
শুন্যে ফেলে যাও চলে যাও
অন্য হাতটা ধরে।
তোমার ঘরে সব কোলাহল
আর আমার একলা বাঁচা,
বুঝি না তার হিসাব নিকাশ
আমি অংকে বড্ড কাঁচা।
একটি অংকের হিসেব মেলে
হরেক রকম কৌশলে
নিজের হিসেব মেলাও তুমি
আমায় ভাসিয়ে জলে।
সব জোছনায় মন না হাসে
একলা থাকি যদি
থাকলে পাশে মনের পাখি
আঁধারে সুখের নদী।