আমি মানুষ চিনি না রে
মানুষ চিনি না
আমায় মানুষ চেনার ইস্কুলেতে ভর্তি করে দে।
মানুষ নামের অনেক জীবের সাথে
হয় চিন পরিচয়
সবাই মানুষ নয়
আবার মানুষ নামের অনেকে হয়
মানুষেরই ঊর্ধ্বে।
বিশ্বাস করে আমি আসন দিলাম
আমার আপন ঘরে
মনটা কেঁদে মরে
আমি যার হাতটা হাতড়ে বেড়াই
সে আমার বিরুদ্ধে!
আমি ভরসা ভেবে রাখলাম মাথা
চেনা মানুষে
আমায় না বুঝে
নিজেরে সে নেয় সরিয়ে অবহেলে
আমি কাঁদি নির্বিবাদে।
আমার তরে কেউ বুক জলে ভাসায়
আমি শুনি না
তার বোবা কান্না
আমি আপন জনরে হারিয়ে ফেলি
পরের পাতা ফাঁদে।
আমি মানুষ চিনি না রে
মানুষ চিনি না
আমায় মানুষ চেনার ইস্কুলেতে ভর্তি করে দে।