আমি তোমার পায়ে নূপুর দিলাম
মাতাল হব আমার পানে আসার নিক্কণে,
আমি তোমার খোঁপায় সুখ বুনেছি
ছোট্ট সুখও যে খুঁজি যতনে অণুবীক্ষণে।
আমি তোমার শাড়ির কুচি জুড়ে
সাজিয়ে রাখি অনাগত সব স্বপ্নগুলো,
আমি ওই ঠোঁটের গোলাপ আভায়
রাঙিয়ে নেব প্রাণ উচাটন লগ্নগুলো।
আমি তোমার নাকে নোলক লাগাই
আর্দ্র হব তোমার উষ্ণ নিঃশ্বাস জলে,
আমি তোমার হাতে কাঁকন পরাই
আমার কারাগারে বন্দী রাখবো বলে।
তোমার অনামিকায় আংটি পরাই
রাষ্ট্র করে দাও তুমি আর কারো নও,
প্রিয় সুগন্ধির বুঁদ করা নেশায় তুমি
জীবন পালে সুবাস হাওয়া হয়ে বও।
আমি তোমার কানের দুল যে হব
শোনাব তোমায় পাবার আমার অহংকার,
তোমার বুকের মাঝে লেপ্টে থাকি
হবোই আমি তোমার আদরের গলার হার।
আমি গয়না হয়ে তোমায় চুমি
জায়গা দিও অন্তঃপুরের অন্তর বাসে,
তোমার সীমানায় রেখে যাই চিহ্ন
বুঝবে কেউ তোমায় ভীষণ ভালোবাসে।