আমার হৃদয়ের সুরতহাল প্রতিবেদনে
দেখা মিলবে
মাত্রাতিরিক্ত 'তোমার' উপস্থিতি।
আমি তোমার সম্পূর্ণটা
ফালি ফালি করে রাখবো
নিয়ম করে বেলায় বেলায় হৃদয়স্থ করবো বলে;
আমার মায়ার পাতে একবার এসো
আমার ক্ষুধা দেখে ভড়কে যাবে,
আমি গোগ্রাসে গিলবো
সাথে একটু একটু দুষ্টুমির লঙ্কা দিয়ে।
আমি আদরের সংজ্ঞাটাই পাল্টে দেব।
আমার আছে অনেক আদর
একবার সংকোচের বোতাম খুলে দেখ
স্বয়ংক্রিয়ভাবে আমার ভালোবাসা পৌঁছে যাবে
তোমার শিহরণের বন্দরে,
সেই বন্দরে খালাস হবে
টনকে টন আদর আর আদর;
আমি আদরের সংজ্ঞাটাই পাল্টে দেব।
বটের ঝুরিমূল হয়তো দেখেছ
মূল শেকড়ে সুধা পান করেও
বটের ঝুরিমূল হাত বাড়ায়, মাটিকে ছোঁবে বলে,
আমিও হবো সেই বট;
যেন বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাবো না
জুড়িয়ে দেব তোমার প্রাণ;
আমি আদরের সংজ্ঞাটাই পাল্টে দেব।
তোমার আর্দ্র মন
তুমি আমার ভরসার দড়িতে শুকোতে দিও,
আমি তোমার সব দুঃখ শুষে নেব অবলীলায়
তোমার ভেজা মন
মচমচে করে দেব নিমেষেই।
ওই চোখের কোল থেকে জল গড়াবে না
জাগাবো গালে হাসির টোল;
আমি আদরের সংজ্ঞাটাই পাল্টে দেব।
আমার ভাবনার তোষক উল্টে দেখো
তোমাকেই পাবে ভাঁজ হয়ে পড়ে আছ,
আমি তোমায় 'আমি-ছাড়া' করি না
স্বপনে পুরি তোমায় গোপনে।