অসমাপ্ত কবিতা
শুধু মেঘের বাড়াবাড়ি
নেই কোন বৃষ্টির চিহ্ন,
অমীমাংসিত স্বপ্ন
সম্পর্কের ছাড়াছাড়ি
তুমি ভিন্ন আমি ভিন্ন।
অনিয়ন্ত্রিত দীর্ঘশ্বাস
রংচটা সময় আমার
ঘুটঘুটে সব হতাশা,
ভালবাসার হালখাতা
থেকে যায় বকেয়া
শুধুই আশার তামাশা।
আক্ষেপে দিনাতিপাত
বিকল সব ভাবনা
মন যায় পুরনোপুরে,
আত্নার সাথী হলেনা
তবুও থাকবে বুকেতে
কয়লা হব বুক পুড়ে।
হৃদয়ের মানচিত্র
তবু্ও তোমার দখলে
আমার স্বপ্নরা পরাধীন,
হারে না ইচ্ছের চাতক
আমার কাছে তোমার
জমছে ধৈর্যের ঋণ।