তোমার আমার প্রেম
সে তো সনাতনী কাব্য
বিগতকালে ছিল বেশ রমরমা,
এখনও সেই প্রেম বলবৎ
শুধু মনের পাগলটা রাশভারী এখন
তাই কোন অনুযোগ রেখো না জমা।
নদীর প্রাণ যে স্রোত
সে ও তার গতি হারায়
কখনও জোয়ার কখনও ভাটা,
তবু নদীর বুকেই জলের বাস
বয়ে চলে গতি অগতির সুষম মিশেলে
প্রেম কখনও উন্মাদ কখনও সাদামাটা।
তোমায় কত ভালবাসি
লিপিবদ্ধ মনের নথিতে
সবটা তো করা হয়ে ওঠেনা প্রকাশ,
শুধু বিশ্বাস রেখো এই আমাতে
কমেনি টান কভু কমবেও না জেনো
পুরনো তুমিই আমার নিঃশ্বাস প্রশ্বাস।