এই বৃষ্টি অনেক প্রতীক্ষার,
এই বৃষ্টিতে আমি তোমার গন্ধ পাই
আর চোখের বরষায় নিজেরে ভেজাই
তুমি নাই.. তুমি নাই.. তুমি নাই
এই বৃষ্টি আমার মনের শক্তি পরীক্ষার।।
আমার স্মৃতির ওই মেঘেরা
কখনো শুভ্র কখনো কালো,
কখনো সুখে চোখ বু্ঁজি আর
কখনো অসুখে হই অগোছালো।
বৃষ্টি আমার অনেক প্রিয়
স্মৃতির শেকেড়ে জলের মতো,
বৃষ্টি মানে মনের ভিটায়
উন্মাদ অলিক স্বপ্ন যত।
বৃষ্টি আমায় দেয় ভাসিয়ে
ভেসে যেতে নাই যে মানা,
চেষ্টা তো নেই তোমায় ভোলার
কারণটা তো নাই যে জানা।
এই বৃষ্টি তাই অনেক কাংখিত,
এই বৃষ্টিতে আমি তোমায় খুঁজে পাই
আর মনের খরায় নিজে পুড়ে যাই
তুমি নাই.. তুমি নাই.. তুমি নাই
এই বৃষ্টি হতে দেয় না তোমায় বিস্মৃত।।