আজ না হয়
একটু আপস করি অনিয়মের সাথে
কাল থেকে করব প্রতিবাদ,
আজ না হয়
আজকের মতো বেঁচে নিই
কাল দিব সব মিথ্যের দাঁতভাঙ্গা জবাব।
আজ একটু চোখ বুজে থাকি
ভাবি বাইরে তো এমনিতেই অন্ধকার,
আমার চোখ খেলাতে
কি এসে যায়
চোখ খুলে আবার বন্ধ করি বারেবার।
আজ আমি নির্বিকার থাকি
কে কিসের শিকার হলো আমার তাতে কি?
আমার মতো আমি বাঁচি
যারটা সে বুঝুক
আমি আত্মকেন্দ্রিকতা পাঠ নিয়েছি।
আজ না হয়
অপেক্ষায় থাকি সবাই জেগে ওঠার
সবাই হয়তো প্রতিবাদে নামবে,
কালকে নিশ্চয়
আমার তোমার প্রতিবাদে
অন্যায্যের পোষকদের কপাল ঘামবে।