আমায় নিলা মন সাইকেলে
ভালোই ছিলাম তোমার পিছে,
আমি শক্ত করে তোমায় ধরি
আমার আবার ভয় যে কিসে?
প্রেমের হাওয়ায় উড়ছি আমি
তোমার গলায়ও ছিল গান,
গতিরোধক ছিল না পথে
উল্লাসে উড়াইছ আমার প্রাণ।
বল না তোমার এমন কি হলো
মাঝপথে আমায় নামায়ে দিলা,
নতুন যাত্রী নিবার আশায়
আতকা তুমি বেরেক দিলা?
ভুলায়ে আমায় এতদূর এনে
নিজের মতো চলে গেলা,
আমার ফেরার পথ জানা নাই
নিখোঁজ আমি হয়ে একেলা।