আমার স্বপ্ন চারনি লক্ষ্মী প্রীতি
সারাবেলা যার করি আরোতি ।
তুমি আমার আকাশের তারা
জীবন অর্থহীন তুমি ছাড়া ।
সকাল সন্ধ্যা দেখে সোনা মুখ
বুকে বাড়ে কি যে এক সুখ ।
ভালোবাসি,বলি ভালোবাসি
মিষ্টি মুখে ফুতাতে মধুর হাসি ।
অনেক সাধনার ফসল তুমি
অনেকটা পথ দিয়েছি পাড়ি ।
অসহায় ভিকারির মত
দুয়ারে দুয়ারে ঘুরেছি কত ।
আবেগের ভরে, পৃথিবীর পথে
বাধন হারা রঙ্গিন ঘুরির সাথে ।
অস্পষ্ট শিশিরের শব্দে সরে
নরম শাড়ির আঁচলের ভিরে ।
কাঁকনের শব্দের গোলোক
ধাঁধা আর রহস্যেমই পলক ।
মরীচিকার সব নিষ্টুর মুঠি
লজ্জাহীন,শস্কাহীন নগ্নদৃষ্ঠি ।
মাড়িয়ে প্রেমের যাদু স্পর্শে
অবশেষে দাখা দিলে পিয়া