রাজাকার
ঐ একাত্তর যে আমার হয়নি দেখা
রাজাকার এখন আমার বন্ধু-সাখা ।
কখনও দেখি নাই লাল রক্তে মাখা
বুকের মাঝে জয় বাংলাদেশ লেখা ।
নিথর মরদেহের সারি সারি রেখা
এখানে ওখানে সব খানে লাশ রাখা ।
রাজাকারা দিচ্ছে হরেক রকম ব্যাখ্যা
ধর্মের নামে দিয়েছে ভুল, মিথ্যা শিক্ষা।
আমাদের এই স্বাধীন সোনার বঙ্গে
সাবধান, রাজাকারা গড়ছে বাহিনী
নতুন করে আবার বানাবে কাহিনী ।
এই ভাষা, ধর্ম, রাষ্ট্র, মানুষের সঙ্গে
এখনো অনেক কিছু আছে বাকি শেখা
কে দিবে, কি ভাবে দিবে সঠিক দীক্ষা ।