মাষ্টার
সারাদিন পড়াশুনা
মাষ্টার জানাশুনা ।
বাবা-মার নাই চিন্তা
মাষ্টার সব জান্তা ।
হাতে থাকে এক দান্ডা
দেখতে লাগে পান্ডা ।
মুখ তার গোল গাল
কত যে বলচাল ।
কি বলে আর না বলে
কে জানে কোন ছলে ।
বুঝা বড় দায়, ভাই !
চলন হাই ফাই।

পড়া তৈরী যদি হয়
থাকে না কোন ভয় ।
মনো বল শক্তি তুঙ্গে
মাষ্টার থাকে সঙ্গে ।
দান্ডা হয়ে যায় ঠান্ডা
শান্তির সাদা ঝান্ডা।

পড়া যদি গো, না করি
সাজার ফাঁদে পরি ।
সাজা গুলো লজ্জাকর
কৌশল মনোহর ।
ভয়ে লাজে থরথর
রবের পাই বর ।
পড়া হই তরতর
কেমনে পরপর।

পড়া যদি ভুলে যায়
মুখস্ত করি তাই ।
ইচ্ছা করে সব তুচ্ছ
অইচ্ছা বড় উচ্চ ।
ভালো লাগে বলোকার
মুখস্ত পড়া আর ।
তবু পড়ি সারা বেলা
করি না হেলা ফেলা ।
অবশেষে তৈরী পড়া
ক্লান্তির স্রোত ধারা ।

এই বেশ এই বেশ
লেখা পড়া যে শেষ ।
কাজ কাম এর ভিড়ে
বাস্ততা ধরে ঘিরে ।
যান্ত্রিকতা বড় জ্বালা
শহরে বনমালা ।
জয় লোভে দিশা হারা
ডাকছে কাছে কারা ।  
এ যে এক মিথ্যা মায়া
মায়াবী শুধু ছায়া ।
কাজ কাম চলাফিরা
জীবন ঋণে ঘিরা ।
মাষ্টারের ঋণী আমি
বিধাতা অন্তর্যামী ।
উনি শুন্য চারিধার
অসীম হাহাকার ।
কাঁদে মনে অনর্গল
উনার স্বপ্ন দল ।
চারি ধারে সমস্বরে
পূণ্যতে ধন্য মরে।