সুর্বনা
সকালের ঝরা শিশিরের শব্দের মত
আমিও ঝরে যাবো কোন দিন হয়তো ।
তোমার আমার এ মধুর মিলন গাথা
সবি পরে রবে এখানে ওখানে অযথা ।
ফিরবো যখন আপন ঘরে নিরব সরে
মিছে মায়া ভুলে মুছাফিরের দল ছেড়ে ।
ক্লান্তিকর,সংক্ষিপ্ত এই পথ চলা শেষে
বেলাশেষে দিন ফুরালে অবশেষে ।
বহু কাঙ্ক্ষিত অসীম ঘুমের দেশে
ইহো জীবনের শেষ শ্রদ্ধাজলি শেষে ।
দূরে বহুদূরে অজানা ঐ চন্দ্রলোকে
হুরপরীদের মাঝে স্বপ্নের স্বর্গলোকে।