বালা-২
(চতুর্দশপদী কবিতা )
ভালোলাগা দুপুর বেলা খেলতে খেলা
ফুলোমালা যৌবন বেলা সঙ্গের বালা
ঘর কোণে চুপ্টি মারা পাতার পালা
মধু বনে সাঁতার কাঁটা আদিম মেলা ।
চোখে চোখে চোখের ভাষা পড়তে বেলা
মনে মনে মনের বনে উঠত জ্বালা
অগোচরে লিখতে লেখা কথার মালা
নিরালায় কাঁদিয়া মরি আমি একলা ।
আজ বালা চোখের জ্বালা নয়ন ভাষা
আসে যায় আবার ফিরে জুয়ার ভাটা ।
মুছেনা মনে য়ে রেখা বালা আঁকা বাঁকা
মন মাঝে রয়ে গেলো চুরা বালু কাটা ।
কেও জানে না শুধু বিধি জানে ভুবন
মাঝে আমি তারে কত বেশী ভালোবাসি ।