তারে আমি হৃদয় মেলে দেখেছিলাম,
তার ছবিটা মন তুলিতে এঁকেছিলাম,
ক্যানভাসটা স্বপ্ন রঙে ধোয়া।
মন গভীরে তার ছবিটা খুব মমতায় আঁকা,
আমার ছায়া তার পরাণেও যতন করে রাখা,
দুটো তারার এক ছায়াপথ সত্যি।
আমার মত তার ধরাতেও সবুজ আছে ভারি,
তার আকাশেও জ্যোৎস্না আছে, স্বপ্ন সারি সারি,
সুখ সারথি পথ দুজনার ভিন্ন।
ঠিক যেন সে ভোরের পাখি, প্রভাতফেরির গান
কলমে তার কাব্য সাজে, নিত্য জুড়ায় প্রাণ।
প্রেরণাতেই কংস বধের শক্তি।
সবাই, ভীষণ লক্ষ্মী বলে তারে
প্রিয় মনের ভাবনাগুলো পড়তে সে যে পারে।
মান অভিমান হয়না ভুলেও কভু।
তার কখনো দুঃখ এলে মনে,
আমার দুচোখ কাঁদবে নিরজনে।
সব শোকেত হয়না বিষাদসিন্ধু।
তারে আমি কোন ভাষাতে বলবো?
মনে মনেই তার সে পথে চলবো,
চাইনা হতে পথহারাদের সঙ্গী।
তারে আমি ..