মুছে গেছি আজ নীল তুলির আঁচড়ে।
প্রকৃতির সাজে হয়তো কোন দিন,
নিজ রূপে আলো দেব
প্রিয় কোন মুখে।
সেদিনই মুছবে এই দহনের দাগ,
মহাকালে মিশে যাবে ব্যর্থ বিভীষিকা।
মিথ্যে খেয়ালে গড়া বিশ্বাসটুকু,
যত খুশি করে যাক আঘাতে আঘাত,
আমি ভাঙবোনা, করবোনা প্রতিবাদ।
জানি আমি নির্ভুল নই,
ডানা মেলে আসা যত সুখ
তাড়ায়েছি ভনিতার ভারে।
আজ তারা খুশি হোক,
বলে যাক, ভাল আছ?
করুনার সুরে।
একদিকে মহাকাল একদিকে   আমি।
তবুও স্বপ্ন ছিল, মিথ্যে আশা ছিল,
শেষ বিকেলের আলো ছিল,
চোখের পলকে যেন সব হল শেষ।
আমার কি দোষ!
শূন্যতা জুড়ে মোর ছিল যার ছায়া,
আমি তো তারেই খুঁজি।
ঠিক ছিল সবই, ভুল যা, তা-
শুধু আমি, আর শুধুই আমি।
পারিনিতো হতে সেই ছায়ার প্রদীপ।