আমি এক দারুণ স্বপ্নবাজ-
স্বপ্ন বানাই, স্বপ্ন রাঙাই, স্বপ্নে পরাই সাজ।
স্বপ্নগুলো এলোমেলো যায়না দেয়া জোড়া,
পাগলকরা স্বপ্ন আমায় বানায় দিশেহারা।
স্বপ্নে আমার যায়যে মিটে ধনী গরীব দ্বন্দ্ব,
কবির মনে আসে ফিরে হারিয়ে যাওয়া ছন্দ।
দুঃখগুলো যায় হারিয়ে, পালায় যে সব কষ্ট
মন্দকাজে করেনা কেউ একটু সময় নষ্ট।
স্বপ্নে আমার লাজে লোকায় হিংসা-বিবেধ-দ্বন্দ্ব
গীবত করে বলেনা কেউ অন্যজনার মন্দ।
এই স্বপ্ন কেবল স্বপ্ন যে নয় বাস্তবতার দাবি,
স্বপ্নবাজের তাই প্রয়োজন স্বপ্নপূরণ চাবি।