অবশেষে তুমি এলে,
প্লাবনের পালা শেষে।
হৃদয়ে আমার খুশির জোয়ার,
তোমার দু’চোখে শুধুই আমি।
পাঁজরে আমার লাল গোলাপ
রক্তে ভেজা, আরও বেশী টকটকে।
যতনে রেখেছি বহুকাল ধরে
শুধুই তোমার তরে।
আমি নই সেই আমি,
তবু চিনে নিলে অনায়াশে।
জড়িয়েছো আমায় বুকের গভীরে,
তোমার প্রঃশ্বাস আমার হৃদয়ে বাজে।
সুবাসিত তুমি, স্নিগ্ধ এলোকেশে,
পরশে তোমার শত জনমের প্রেম।
আমি অস্তমিত আলোক,
বিলাবো তোমায় শেষ আলোটুকু।
তারপর চলে যাবো,
বাঁধনের মায়া ছেড়ে
সেই, দূর অজানার দেশে।