এসো এসো আজ কাঁদবো সবাই,
সিক্ত হব মোরা চোখের জলে।
বিলিয়ে দেব মনে দুঃখ যত,
মরুভূমি ডুবে যাবে নোনা মেঘ জলে।।
আজ কষ্টের ভেলা বেয়ে চলে যাব বহুদূর,
হৃদয়ে বাজবে শুধু বেদনার মায়া সুর।
কাঁদবে রাতের চাঁদ কাঁদবে তারা,
কাঁদবে পাষাণ মন হবে দিশেহারা।।
নোনাজলে খুঁজে পাব বিধাতার রূপ,
ধরণী লাগবে আজ কি যে অপরূপ।
নির্মল হবে মন শিশুর মত,
প্রায়শ্চ হবে ভুল অপরাধ যত।।