স্বাধীন দেশে জন্ম আমার একাত্তরের পরে,
তাই বলে কি হৃদয় থেকে যুদ্ধ গেছে মরে!
যুদ্ধ আমি করছি আজও শত্রু সেনার সাথে,
কখনোবা কলম খাতায়, কখনো রাজপথে ।
একাত্তরের হায়েনাদের বংশ আজও আছে,
রাজ বল্লভ, মীর জাফরের মদদ তাদের পাছে।
দানব গুলোর হিংস্র থাবা, ধর্ম তাদের ছলা,
ওদের পাপের ফর্দ কভু হবেনা শেষ বলা।
নতুন দিনের দানবেরাও বিনাশে নয় কাঁচা,
বাংলা মা তাঁর ছেলেরে কয়, দেশটাকে তুই বাঁচা।
আমি বলি, ভয় নেই মা, তোমার ছেলে আছে,
দৈত্য-দানব হারবে সবাই আমার বলের কাছে।
অপরাধীর হবেই বিচার খোদার রহমতে,
বিজয় নিশান উড়বে সদাই একাত্তরের পথে।