মৃত্যু ভয়ে ঘুম আসেনা রাতেও দু’চোখ বুজে
এই বুঝি কেউ এলো প্রিয় প্রাণ ভ্রমরার খোঁজে।
নিত্য কতই মরছে মানুষ ছাড়ছে ধরার প্রীতি,
জন্ম নিলে মরতে হবে এই জগতের রীতি।
ইহকালের অল্প সময় শুধুই খোদার তরে,
নেক আমলের যোগ্য ইনাম মিলবে পরপারে।
জীবের সেবা করলে যেথায় খোদার সেবা হয়,
নেক আমালে ভরবে কানন এমন কেন নয়?
ঝগড়া-ফাসাদ-হানাহানি খোদার নাফরমানি,
অনন্ত অনলের পানে জানাচ্ছে হাতছানি।
তবু কেন সৃষ্টি সেরা ছুটছে ভুলের পিছে?
পথ হারিয়ে চলছে অবোধ পাপের পথে মিছে।
পাপের পথে নেই কোন সুখ শুধুই গোলকধাঁধা,
ভুলের সুতোয় যায়না কভু সুখগুলোকে বাঁধা ।
এসো ভুলের পথটি ভুলে চলি খোদার পথে,
পুণ্য নিয়ে ওঠবো সাবাই অচিনপুরের রথে।