আকাশ জুড়ে তারার মেলা
বাতাস জুড়ে পাখি
হৃদয় আমার ছবি আঁকে
সদাই মেলে আঁখি।