রাত পোহালেই সফেদ ভোর উঠবে হেসে,
রাতের আঁধার তবুও থাকবে চোখে ভেসে।
চোখ মুছতেই সকালটা উঠবে ডেকে দুপুর,
এমন করে দুঃখগুলো বাজিয়ে যাবে নূপুর।
জমবে আরো অলস নীড়ে বিন্দু বিন্দু বিষ,
দূর জানালায় পক্ষী রূপে মৃত্যু দিবে শীষ।
সময় বলবে কানে কানে ক্ষণ ফুরনো গল্প,
ভুল বিলাসে কাটে জীবন, বাকি রয় অল্প।