জানতে চাইলে কেমন আছি,
বলে দিলাম 'ভালো আছি'।
'আসলেই কি ভালো?'
প্রশ্ন তোমার।
'খুব ভালো আছি'
বলে দিলাম আবার।
একটু পরই ভেবে দেখেছি-
আসলেই কি ভালো আছি!
নাকি ভালো থাকার নামে-
কেবলি বেঁচে আছি ভ্রমে।
ভীষণ রকম ভাবতে ভাবতে
ধুলোময় মুখে ধুলো সরাতে
পড়ে গেলো চোখে' চশমাটা,
ঝাপসা দৃষ্টিতে ভেজা সেটা।