পেতে চাও যদি তুমি সে মহান স্রষ্টারে,
সেবা করো শুশ্রূষা করো মানবের তরে।
পেতে চাও যদি তুমি সে প্রভুরে সদয়,
আগে জিতে নাও তবে মানু্ষের হৃদয়।
স্রষ্টার আবাসস্থল যদি হয়ে থাকে কিছু,
সে কেবল মনুষ্য হৃদয়, জাত উঁচুনিচু।
প্রভুর সান্নিধ্য পাবে- আশা করো তবে,
আগে উন্নত করো নিজ আত্মারে ভবে।