তুই আসবি বলে আজ
সূর্যটা ছড়িয়েছে শত বর্ষ পর নব রঙ,
রোদ সেজেগুজে এঁকেছে বিয়ের সঙ।
তুই আসবি বলে আজ
কলকল চাঞ্চল্য বাড়িয়েছে তুষ্ট বাতাস,
মেঘেরা বিতাড়িত স্বচ্ছ সুন্দর আকাশ।
তুই আসবি বলে আজ
রোদ পোড়া আলোও সোনালী সৌখিন,
সন্ধ্যাটাও মনের সুখে সেজেছে রঙিন।
তুই আসবি বলে আজ
পাখিদের ঠোঁট গায় নতুন গানের সুর,
সুখের সমুদ্র ভরপুর জোয়ার টইটম্বুর।
তুই আসবি বলে আজ
ফুটতে শুরু করেছে দ্রুত হাসনাহেনা,
প্রজাপতিরা সাজিয়েছে সুখের বিছানা।
তুই আসবি বলে আজ
গোলাপে লেগেছে স্নিগ্ধ অমোঘ ঘ্রাণ,
ফিঙেরাও ফিরে পেলো সতেজ প্রাণ।
তুই আসবি বলে আজ
আকাশের বুকে হাসিমুখ অজস্র তারা,
জোছনার চাঁদটাও আনন্দে আত্মহারা।
তুই আসবি বলে আজ
শো শো বাতাসে দুলছে দোলনচাঁপা,
জোছনা যেনো অঝোর ঝরছে রুপা।
তুই আসবি বলে আজ
জোনাকিরা নিয়েছে ভিন্ন গোছে সাজ,
লজ্জাবতী লতারাও ঝেড়েছে যে লাজ।
তুই আসবি বলে আজ
প্রকৃতি সেজেছে স্বর্গীয় অপরূপ রূপ,
নান্দনিক ধোঁয়ায় সুগন্ধি ধূপ।
তুই আসবি বলে আজ
বহুদিন বাদে সন্ধ্যাও ভেঙেছে মৌনতা,
রাতের আঁধার পুষিয়ে নিবে নির্জনতা।
তুই আসবি বলে আজ
সকলে হাসি-হাসি মুখ অপেক্ষা অধীর,
দীর্ঘতর এ'ত্বর সইছে না আর মাহাদীর।
তুই আসবি বলে আজ
গোটা বাড়িতে রান্নাঘরের মৌ মৌ ঘ্রাণ,
প্রিয়ো বরণ উপকরণে প্রচেষ্টা আপ্রাণ।
তুই আসবি বলে আজ
বারান্দায় পাখিদের আড্ডা জমছে বেশ,
কাটে না চা'র কাপে শেষ চুমুকে রেশ।
তুই আসবি বলে আজ
ঘর-দেয়ালও সেজেছে মনোমুগ্ধ সাজ,
বাহারি রঙে আলো স্বপ্নিল বর্ণীল রাজ।
তুই আসবি বলে আজ
আনমনে মনেও যে রঙের ছোঁয়া কিছু,
স্বপ্নসুখ সীমানা ডিঙিয়ে নিয়েছে পিছু।
তুই আসবি বলে আজ
আনন্দ উল্লাসে থৈ থৈ সমস্ত সারা ঘর,
টিকটিক ঘড়ির কাটা অপেক্ষার প্রহর।
তুই আসবি বলে আজ
দুঃখের নদীও শুকিয়ে অচল ঝর্ণাধারা,
অতৃপ্ত সব আত্মারা খুশিতে বাঁধনহারা।
তুই আসবি বলে আজ
থরে থরে সেজেছে সমস্ত মাট ঘাট পথ,
উপচে পড়া সুখে গোটা পৃথিবী পর্বত।
তুই আসবি বলে-ই আজ
সমস্ত সবটাই সাজ সাজ-
রব, চমৎকার সন্ধ্যা সাঁঝ,
ভাঁজে ভাঁজে হৃদয় মাঝ-
খাঁজে খাঁজে পরিপূর্ণ রাজ,
তুই সাম্রাজ্য, মাথা' তাজ।