পৃথিবীর বয়স নিয়ে ভাবতে বসলে ভুলে যাই নিজের বয়স।
হুটহাট বেরিয়ে বৃষ্টিতে ভেজার ইচ্ছা আরো করে রাখে বশ।
এবার বুঝি গাঢ় আঁধারেরই বেশ হয়েছে অহংকারের পালা,
সমুদ্রের ঢেউয়ের ন্যায় গর্জন তুলে গলায় পরে ধ্বংস মালা।
এ দেহের গভীর ভেতর প্রাণ আছে-বা কতোটুকু কে জানে!
এ ঠুনকো প্রাণ, ক্ষুদ্র জীবন, থামে কখন, কিবা কোনখানে!
কারো' আছে ব্রহ্মাণ্ড সমান বিশাল প্রাণ, সহস্র বছরের আয়ু,
ফলের বাগান, ফুলের সুঘ্রাণ, ফুরফুরে মন, জলরাশি স্নায়ু।
কারো কলস কষ্টের অশ্রুতে ভরে, ভেসে যায় দুঃখের বানে,
চোখের তারায় বুকের মধ্যে দুঃখ-পাহাড় কে মাপতে জানে!