আমি ভুলে গেয়েছি সেই কাল পরশুর সেদ্ধ ডিমের স্বাদ,
ঢুক গিলে তৃপ্তি পেয়েছি চায়ের কাপে, বাকিটা সব বাদ।
বৃষ্টি ভেদ করা বাষ্পীয় শীতল বায়ুতে অশ্রু উড়িয়ে দিই,
মনের আঁধার কোণে পুষে রাখি দুঃখ, নালিশ তুলে নিই।
কে রাখে খবর প্রতিটা আঘাত লাগে হৃদয় গভীর গিয়ে।
কে বলেছে উঠবে না সূর্যটা আর পুবের প্রান্তর রাঙিয়ে!
চোখ মেলে আকাশেতে দেখো; তারারা জ্বলছে না আজ,
সমস্তটাজুড়ে আকাশ ভাঙা অশ্রুতে ক্রন্দন লীলার সাজ।
স্পষ্ট আঁধারে আচ্ছন্ন গ্রাম প্রচ্ছন্ন দুঃখে কাতরাচ্ছে ভীষণ,
বাতাসের শব্দে গোঙানির প্রতিধ্বনি ধীরে ছাড়ছে বাঁধন।