ছোট্ট এই জীবনে খুব সুখী হতে হবে এমন তো কথা নেই,
শখের সবকিছু পেতে হবে তারও তো বাধ্যবাধকতা নেই,
সমস্ত চাওয়ার মূল্যায়ন হবে এমনটা কোনো নিয়ম নেই,
স্বপ্ন যতো উঁকিঝুঁকি দেয় সবটা পূর্ণ হওয়ার বিধান নেই।
স্বপ্ন পূরণ হোক বা না-হোক তবু কিছু স্বপ্ন যে দানা বাধে।
আপন না হয়েও কিছু মানুষ পাশে চলে হাত রেখে কাঁধে।
কিছু কিছু মানুষ বন্ধু সেজেই বন্দুক তাক করে নির্বিবাদে।
কিছু মানুষ নিছক খেলা করে জীবন নিয়ে স্বাদে বিষাদে।
শত্রু হয়ে চিহ্নিত অল্পস্বল্প যে ক'জন বেশ যে রাখি দূরে,
বন্ধু সেজে এসেছে যতো এ মনটাকে খেয়েছে কুরে কুরে।
দুঃখকে আর কী বলে তাড়াই, আড়াই গজ দূরত্বে ভোরে,
কান্নারও আজ সেই সুর নেই, অশ্রু ঝরে নিস্তব্ধতার সুরে।