আমার পেছনে ঘন কালো মেঘ
ভীষণ তাড়িয়ে বেড়ায় রাত্রিদিন,
বিষণ্ণতার দুয়ার ভেঙে আবেগ
আসমান ভেঙে নেমেছে জমিন।
স্বপ্নভঙ্গের স্বরূপ গেঁথেছে বেশ
এক হাত এক পা মুচড়ে পিঠে,
অন্য হাত পাও হামাগুড়ি দিয়ে
কুয়াশার আঁধার ডাকে নিকটে।
চোখের পুতলি খসে পড়ে গেছে
নদীর ঘাটে বয়স্ক বটের তলায়,
শুকিয়ে আশপাশ সমস্ত প্রান্তর
দৃষ্টি সীমানাজুড়ে অগ্নি জ্বালায়।
একা দূর ঐ দেখা মিলে ব্যাকুল
বুক চাপড়িয়ে কান্নার করুণ স্বর,
ক্ষণে-ক্ষণে মনের ইচ্ছে জাগে
এ' জীবনের গতি টেনে অবসর।