সবিনয় নিবেদন করি- এই প্রার্থনা হৃদয়ের অন্তর,
সহজ করো, সরল করো সমস্ত চলার পথ প্রান্তর।
আশপাশ পরিবেশ অনুকূল রেখো, প্রশান্তি বিস্তর,
লাঞ্ছনা প্রবঞ্চনায় পতিত না হই, কামনা গুরুতর।
পার্থিব মোহে না ভুলি তোমা' বন্দেগি, জীবন ভর,
সম্মানিত করো প্রভু, উভয় জগতে সুউচ্চ যে স্তর।