ভিনদেশী, প্রতিবেশী,
ভালো বাসা দেখে ভালোবাসাবাসি,
চোখে-চোখে হাসাহাসি,
হাঁটাহাঁটি পাশা-পাশি, এপাশ-ওপাশ ঘেঁষাঘেঁষি,
এখান-ওখান বসাবসি, আড্ডাগানে দিবস নিশি,
রাত-বিরেতে ফিস-ফিস, দেয়া-নেয়া রাশিরাশি,
আদর যত্নে ঠাসাঠাসি, হাতের মুঠোয় রবি শশী,
বাধার পাহাড় মা-মাসী,
প্রেমনগরে সন্ন্যাসী, অল্প পিরিত বারোমাসি।
সময় শেষে কষাকষি, ঘষাঘষি, ঘুষাঘুষি, ঢুসাঢুসি।
প্রেম সর্বগ্রাসী, সর্বনাশী। দুঃখ বিলাসী, নরকবাসী।