একদিন ছেড়ে যাবো এই সমস্ত গতানুগতিকতা,
একদিন ছেড়ে যাবো এই সমস্ত নিয়মানুবর্তিতা।
এই সোনা ঝরা রোদ, গোধূলি-সন্ধ্যা চিরচেনা,
রাতের অসীম কালো, মিটিমিটি তারা, মাখন জোছনা।
এই সকল ব্যস্ততা, সকাল-সন্ধ্যা, রাতের আঁধার, অবসর,
মাঠ-ঘাট, পথ-প্রান্তর, আপন-পর, স্বজনের স্বপ্নিল আসর।
একদিন হঠাৎ হারিয়ে যাবো অচেনা পথে, পথ বদল করে,
পাবে না কোথা' খুঁজে ক্ষণিক, সারা জগৎ তোলপাড় করে।
এই কোলাহলময় মুহূর্তগুলোও আর কভু খুঁজে পাবে না,
জীবন পথের কোনো এক বাঁকে কখনো দেখাও হবে না।
অনুরোধ হৃদয়ের-
থাকবো না যখন মনে ও স্মরণে রেখো মোরে,
স্মৃতিগুলো তখনো যত্নে রেখো বুকের গভীরে।