তোমার পানে খুব চেয়েছিলাম;
প্রশান্তিময় কেবল একটা রাত,
আঁধার কেটে সোনালী প্রভাত।
কাটছে সময় কতোটা নিঃসঙ্গ,
জীবন মহাসমুদ্রে উত্তাল তরঙ্গ
চাইনি কোনো বেশি কিছু আর,
আশা ছিলো না বেশি পাওয়ার।
চাইনি ধন সম্পদ পর্বত সমান,
নাম-ধাম, খ্যাতি-যশ, সম্মান।
কতো সময় পেরুলে এ' হৃদয়
বলো তোমার স্মরণে তৃপ্ত হয়!
আজ তো তেমন চাওয়াই নাই,
স্রেফ প্রশান্তির এক রাত চাই!
তোমার স্মরণে একেকটি রাত,
আমার হয় একেকটি জান্নাত।।