পৃথিবীর পথে প্রান্তে এক-পা দু-পা করে এগিয়ে
যেতে যেতে বুঝলাম পৃথিবীর সমস্ত মোহ মিথ্যে,
সমস্ত ভালোবাসা মেকি, সমস্ত মুগ্ধতা মরীচিকা।
কারো কাছাকাছি গেলে মনে হয় দূরত্বটাই মৃত্যু।
আরো কাছে, খুব গভীরে পৌঁছুলে স্রেফ শূন্যতা।
মনে হয় ভুল সবি ভুল, দূরত্বই যাবতীয় সৌন্দর্য।
কখনো আলোর প্রত্যাশী আর কখনো অন্ধকার।
কখনো শুকনো রোদের কাঙাল কখনো-বা বৃষ্টি।
শান্তি দেয় এমন সব সীমারেখা অতিক্রান্ত আজ।
পাহাড় সমুদ্র নদী পর্বত মূলত মানুষের চোখেই।

পৃথিবীর পথে প্রান্তে হাটতে হাটতে বেশ বুঝলাম
সব আলো সুন্দর নয়, সব অন্ধকার বিশ্রীও নয়।
সব সুখ কাঙ্ক্ষিত নয়, সব দুঃখ বিষাদেরও নয়।
সব বেদনাই মৃত্যুর উপকরণ নয়, জীবনও বটে।
একদিক সব ঠিক হয়ে এলে অন্যদিক বিশৃঙ্খল।
সান্ত্বনার মতো মাথায় হাত বুলিয়ে দেয় হয়তো।

পৃথিবীর রঙিন পথ প্রান্তে হাঁটতে হাঁটতে বুঝলাম
আসলে পৃথিবী বলতে কিছু নেই, স্রেফ ধোঁয়াশা!
কারো পৃথিবী ঐ আকাশ ফুঁড়ে উপরে উঠে যায়।
কারো পৃথিবী মাটিতে গড়াগড়ি খায় অবহেলায়।
কারো কারো পৃথিবী যেনো স্বর্গের আদলে গড়া।
কারো আবার স্রেফ বাঁচার অধিকারটুকুনও নেই।