তোমাকে এক পলক দেখতে এসে দাঁড়িয়েছি,
হে পবিত্র প্রান্তর, দাঁড়িয়েছি খুবটা কাছাকাছি।

তোমাকে দেখলে মনের সমস্ত দুঃখ যায় চলে,
এক পলক তোমার দর্শন হৃদয়ে পুলক তুলে।

তোমার প্রান্তে দাঁড়িয়ে হে কতো কিছু যে জপি,
সগৌরব সোনালী অতীতে নিজেকেই শুধু সঁপি।

তোমা' পাশে বসে এমনি শান্তি লাগে খুব সুখ,
যেনো জনম জনম এমনি বসে রই, ভরে বুক।

যেতে না চাই কোথাও ছেড়ে হে পবিত্র প্রান্তর,
যতো দূরেই যাই পড়ে রয় তোমাতে এ অন্তর।

হে মোর শক্তির স্রোত সাহসের প্রদীপ বদর!
জীবনে জীবনের চেয়েও বেশি তোমার কদর।