কথা-বার্তাহীন এই মুখ-খানা আমি কখনো কখনো টেবিলে বিছিয়ে রাখি,
কখনো কখনো বিবর্ণ মুখের বর্ণমালা দিয়ে কল্পনার বর্ণালীর ঢালি আঁকি।
মুখের কোথাও কাটাছেঁড়া ক্ষতচিহ্ন নেই, তবুও কেমন রক্ত লেগে আছে!
এ দু'চোখের ঘুম উড়ে গেছে দূরে, বুকের অজানা কীট কুরে কুরে খাচ্ছে।
সমস্ত দিনের যন্ত্রণার শেষ ভ্রুর সাথে লেগে রয় একেকটা ভাঙা আকাশ।
কানের লতি থেকে আদিম গিঁট খুলে ঝরে পড়ে বেঁচে থাকার স্নিগ্ধ লাশ।
অনন্ত এক প্রতীক্ষা নিয়ে জানালার ধারে বসে রই পিপাসিত হৃদয় মেলে।
ক্ষতগুলো মুছে যাবে ভেবেই পড়তে বসেছি আজ হৃদয় ভাজ খুলে খুলে।