এক পিতার সন্তান সবে
ভেদাভেদ কেনো এতো!
মানবজাতি স্রষ্টার তবে
দৃষ্টিতে অভিন্ন এক তো।
শ্রেণী পেশা বৈষম্য কবে
নিপাত যাবে, হবে গতো।
যতো মানব মানবী ভবে
অযুত লক্ষ কোটি শতো।
সকলে মিলে অভিন্ন হবে
যবে পিতার সন্তান যতো।
সুখ সৌভাগ্য সমৃদ্ধি রবে
ভরে ধরা, কল্যাণ ততো।