নরম তোষকে ঘুম ভাঙলে তোর-
চোখ দিয়েই রক্ত ঝরে অঝোর।
বলি, তবুও তুই রক্তের নিদ্রা যা,
বন্ধ করে মন ও মগজের দরজা।
স্বপ্নে কেউ কাঁদছে তো কাঁদছিস?
নাকি মৃত্যু জম ডাকে দিয়ে শিস?
ধ্বংসস্তূপ ছুঁয়ে গড়িয়েছে দুঃখরা,
অদৃশ্য আঘাতে হৃদয় দিশেহারা।
পৃথিবী ঢের বেশি পুরোনো হোক,
গলিত লাশের সাক্ষ্য বহন করুক।
ধীরে গড়ুক অরাজক রাজ্য এক,
মানু্ষের বসবাসের অষ্টম নরক।