যদি কভু ভুল করে অবেলায় পড়ে মনে-
জনম অভাগা আমারে, প্রভাত লগনে।
বিস্মৃতি বেদনার সমস্ত চিহ্ন মুছে,
দুঃখ বা যাতনার সমস্ত ছাপ গুছে,
অভিমান অভিশাপের সমূহ পাঠ চুকে,
অভিযোগ অনুযোগের-
যাবতীয় যোগ বিয়োগ ছেঁকে,
ভুলে মিছেমিছি অভিমান,
তিক্ততার অবসান,
নির্লোভ নিঃশর্ত ক্ষমা করে,
নিভৃতে দু'ফোঁটা অশ্রু দিয়ো বিসর্জন,
এই দুর্ভাগার শুকনো কবরে।