ধীরে ধীরে ডুবে যাওয়া পাথরের কষ্ট বুঝার ক্ষমতা কার!
কিম্বা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়া লুকোনো ব্যথার?
আমি-তো সাপের মস্তকে বসে গোলাপ চাষে চষে বেড়াই।
মাথার উপর জমতে থাকা মেঘের আকাশ দুহাতে তাড়াই।
নতো হতে চাওয়া মুখ উৎসুক গাঙচিলের মতোই বেহায়া,
অথর্ব কপাল-পোড়া মানুষটিরও থাকে একটা মিছে মায়া।
কাটুক সূর্যের আলো ঝলমল পদ্মার পাড়ে খানিকটা সময়,
ধোঁয়াশা কুয়াশা কেটে যাক, চুকে যাক সংশয়, জগৎময়।
অসহ্য অভিযোগ তুলে ছেড়ে যাওয়া বন্ধুদের মনের কথন,
সাত কিম্বা সাতাশ দিন পার হতেই গর্জে উঠে মনোগগন।
বনের কোণে লুকিয়ে থাকা আলোক-রশ্মি সন্ধানে তৎপর,
ভুলে যাওয়া দুঃখ হাই তুলে, তুলে পর্দা ভোলে আপন পর।