এখানে রাতের ঘুট্-ঘুটে আঁধার, আঁধারের সাথে আরো মিশেছে কিছু ঝাপসা ভাপসা কুয়াশা,
সমস্তটাই ঘুমন্ত শিশুর শান্ত হয়ে এসেছে প্রায়, হয়ত ঘুমিয়ে পড়েছে গোটা শহর-বন্দর-গ্রাম,
হয়ত গভীর ঘুমে ঘুরপাক খেতে খেতে অনেকে চলে গেছে সোনালী স্বপ্নের পথ বেয়ে বহুদূর,
এপারে ওপারে দারুণ নির্জনতা, ব্যাপক নিস্তব্ধতা, নিভৃতসারে কেবল কালো আঁধারের খেলা,
মাঝখানে ছোট্ট নদীটিও কেমন ঘুমাচ্ছে শান্ত শীতল সফেদ সাগরের কোলে ক্লান্ত মাথা রেখে,
সবখানেই ঘুম, ঘুম আর ঘুম, ঘুমের ব্যাপকতা, ঘুমের কাজল মেখে হয়েছে সবাই স্বপ্ন চাষী,
এখানে তবু নির্ঘুম নিশ্চল জেগে রয় অশ্রুভেজা লালচে কালো কিছু চোখ, অজানা হাতছানি।
ওরা কারা? ওরা কোথা থেকে এলো? ওরা কেন ভাসছে সাগরে? দুলছে জোয়ার ভাটার টানে?
ওরা ওপার এপারের মাঝখানে মৃত্যুর ক্ষণ গুনছে, শেষ ঠিকানাটাও ওদের ওই জলের তলে।
ওরা নাকি কোনো দেশের নয়, সীমানার নয়, নয় কোনো জাতি গোষ্ঠী সম্প্রদায় বা গোত্রের!
হুবহু মানুষের অবয়বে আসলে ওরা কি মানুষ নয়? ওরা কি মানুষ নয়! ওরা কি মানুষ নয়!?