কষ্টরা হেঁটে বেড়ায় অনন্য ভঙ্গিতে,
দুঃখরা হেসে উঠে নৃত্যের সঙ্গীতে।
মোমের শরীরের মতোই ঝরে অশ্রু,
আঁধারের স্পর্শে ভেঙ্গে পড়া শুরু।
পৃথিবীর প্রান্ত ঘেঁষে রুদ্ধদ্বার আঁখি,
তারায় চোখ মেলে শুধু চেয়ে থাকি।
অনুভূতির শরীর যে অচেতন লাশ,
অজ্ঞাত সংকেতে ডেকেছি সর্বনাশ।
ম্রিয়মাণ কণ্ঠ বিস্মৃত স্মৃতির শোক,
পুষ্প আঘাতে পুড়ে যাওয়া' অসুখ!
এ হৃদয় নির্দয় হয় খুন তপ্ত আগুন,
মুখ ও মুখোশ সে যমজ ভাই বোন।
শতায়ু বৃক্ষের মতোই বাঁচুক দুঃখরা,
নিঝুম রাতে ভিজিয়ে দিক সাহারা।