নিয়ম অনিয়মে দিগ্বিদিক কতক ছুটন্ত মটরযান।
উঁচুনিচু রাস্তার দু পাশে কী এক ব্যস্ত জীবনমান।
লাল নীল বেগুনি আলোতে ঝলমল আশপাশ।
উচ্ছ্বাসহীন ছুটে চলা মানুষদের উঠে নাভিশ্বাস!
আঁধার পিয়াসী আমার মন আঁধারেই খুঁজি সুখ।
শীতল বাতাস ঠেলে এগিয়ে দিই এই বিষণ্ণ মুখ।
রাত্রিমুগ্ধ হৃদয়ে উদয় হয় নিমগ্ন আত্মার প্রদীপ।
রাত্রি পেরিয়ে মননে ফুটে উঠে সজ্জিত ব-দ্বীপ।
আশ্চর্য সাত রঙে ভরে আমার দু'চোখের কোণ।
হুড় খোলা রিক্সায় শহরের সৌন্দর্য বাড়ে দ্বিগুণ।