অর্জনের পদক গলায় তুলে পুরুষ গৌরবে,
পশ্চাতে সব নারীরই অবদান খুব নীরবে।

পুরুষের কোনো প্রাপ্তির পেছনে সে কেবল-
একাই দেয়নি সময়, শ্রম শক্তি মেধা বল।

আড়ালে তার কতো নারীর ত্যাগ-তিতিক্ষা,
অনন্ত অশ্রুসিক্ত প্রার্থনা বা সাফল্য ভিক্ষা।

পুরুষ-পিঠে অদৃশ্য সে কোনো নারীর হাত,
ঠেস দিয়েই সামনে আগায় পুরুষ দিনরাত।