মহিমান্বিত রাত,
জোড়া দু'হাত
করি মুনাজাত...
পূর্ণ করো নেহাৎ
নয় পাঁচ সাত,
স্রেফ এক সাক্ষাৎ
নবীজির সাথ,
গভীর নিদ্রাত,
স্বপ্ন মারফাত।
ধন্য হবে প্রভাত,
ধন্য এই উম্মাত,
বান্দারে রহমাত।
চাইনা অন্ন ভাত,
ভোগ্য এক পাত,
অভাবে উৎপাত,
চাহিদা অজ্ঞাত,
সুউচ্চ আওকাত,
নেই অজুহাত।
কামনা সহজাত...
ঈমান হেফাজাত,
দ্বিধাহীন হিদায়াত,
শির্কের উৎখাত,
ত্যাজ্য বিদয়াত,
কুরান তেলোয়াত,
রাসূলের সুন্নাত,
রোজা সালাত,
হজ্জ্ব যাকাত,
স্রষ্টার হুকুমাত,
দ্বীনি ইকামাত,
ন্যায়ের খেলাফাত,
জুলুমের নিপাত,
ভেঙে বিষদাঁত,
চাঁদ সূর্য তফাৎ,
শোষণ ধূলিসাৎ,
সুশাসন নির্ঘাত,
সততায় কর্ণপাত,
অসত্য কুপোকাত,
রিপু পুরো নস্যাৎ।
আঘাত ব্যাঘাত,
যতো মুছিবাত,
সংগ্রাম সংঘাত,
আ'সান কুদরাত।
হায়াতে বারকাত,
হক্ব হিকমাত,
শাশ্বত হিযরাত,
মৃত্যুতে শাহাদাৎ,
হাউজে শারবাত,
হাশরে শাফায়াৎ,
মুহাম্মদ হাযরাত।
হিসেবে নাজাত,
সহজ পুলসিরাত,
ফেরদৌস জান্নাত।
বাকী এক খাত...
চূড়ান্ত নেয়ামাত,
একদিন অকস্মাৎ,
শুভ্র কোনো প্রাত,
অপেক্ষায় হঠাৎ,
খোদার সাক্ষাৎ।
অনন্ত নেয়ামাত,
বেহেশতী সুহবাৎ,
সমস্ত বাজিমাৎ!
তোমা' দ্বারে দু'হাত
পাতি মম মুনাজাত,
কল্যাণ দাও নেহাৎ...
দুনিয়া আখেরাত।