এ দু-চোখে সন্ধ্যার সৌন্দর্য বেসামাল!
কী দিয়ে তুলনা হতে পারে আজকাল।
আত্মতৃপ্তির খোলা চিঠি উড়িয়ে দিবো?
আত্মহত্যাও যে কেউ কেউ করে তবুও!
চা'র কাপে লাল-কালো ঠোঁটের চুম্বনে-
ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট, সুখ আনে মনে।

কী করে আজ কথা হতে পারে মৃত্যুর!!
বেঁচে থাকার সৌন্দর্যটাই বড়ো সুমধুর।

মনের ভাঙা আয়নায় দৃষ্টির কারুকাজ,
ঝড়ে উল্টে যাওয়া ছোট্ট যুদ্ধ-জাহাজ!
রাত এলে সমস্ত স্বপ্ন বুকে নিয়ে ঘুমাই,
স-ব রহস্য পুঁতে রাখি, আঁধারে লুকাই।

আত্মহত্যারা গুপ্ত সিন্দুকে বলে কথা!
কথা বলার বাহানায় এতো আত্মহত্যা!