অনর্গল আঘাতে ফুটে উঠে গোলাপ ফুলে ভাঁজ,
তোমার গায়ে বারুদ গন্ধ, নিঃশ্বাসে দূষিত ঝাঁজ।
বুকের পাতাল খুঁড়ে দুঃখ তুলে নিতে চেষ্টা আজ,
দীর্ঘশ্বাস, মন্দ সুরের বিলাপ, অশ্রুর কারুকাজ।
আমার ঘুম ভেঙে গেলে শুনি কান্নার আওয়াজ,
আকাশের আলো হারিয়ে ফেলেছে লজ্জা লাজ।
কতোটা দুর্বিষহ যাতনা মাথা তলে করেছে রাজ,
পচা কলিজা-গলা দুর্গন্ধ রক্ত জমা মাথার তাজ।